Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন : আসছে নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন : আসছে নির্দেশনা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে প্রায় সাড়ে ছয় মাস হলো বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধের নির্দেশনা রয়েছে ৩ অক্টোবর পর্যন্ত।

একদিকে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ শেষের পথে, অন্যদিকে করোনাভাইরাসের প্রকোপও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। এ পরিস্থিতিতে কী করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো? এরকম পরিস্থিতিতেই দিকনির্দেশনা দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আগামী বুধবার গণমাধ্যমের মুখোমুখি হবেন মন্ত্রী। তুলে ধরবেন করোনাভাইরাস সংক্রমণে দেশের শিক্ষাব্যবস্থার আদ্যোপান্ত। সংবাদ সম্মেলনের তথ্য রোববার রাতে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রীর সংবাদ সম্মেলন থেকেই নির্দেশনা মিলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ কিভাবে খুলতে পারে। এইচএসসি পরীক্ষা ছাড়াও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ কিভাবে শেষ হবে— সে নির্দেশনাও সংবাদ সম্মেলন থেকেই মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer