Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

২৯ ফেব্রুয়ারি মার্কিন-তালেবান শান্তি চুক্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২২ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

২৯ ফেব্রুয়ারি মার্কিন-তালেবান শান্তি চুক্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে খবর দিয়েছে দেশটির জঙ্গি গোষ্ঠী তালেবান। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তালেবান আগামী ২৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে একটি শান্তি চুক্তিতে সই করতে যাচ্ছে।তিনি আরো জানান, চুক্তি স্বাক্ষরের আগে আগামী এক সপ্তাহ দু’পক্ষ চুক্তি সই করার জন্য আফগানিস্তানে উপযুক্ত নিরাপত্তা পরিস্থিতি তৈরি করবে।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি শুক্রবার রাতে কাবুলে বলেছেন, তার দেশের সেনাবাহিনী, আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনা এবং তালেবান যৌথভাবে আগামী এক সপ্তাহ সারাদেশ সহিংসতা বন্ধ রাখতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ২০০১ সাল থেকে আফগানিস্তানে সেনা মোতায়েন রেখেছে। পার্স টুডে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer