Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

২৭৪ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমানের ‘ত্রুটি’ : জরুরি অবতরণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ২৩ আগস্ট ২০২২

প্রিন্ট:

২৭৪ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমানের ‘ত্রুটি’ : জরুরি অবতরণ

উড্ডয়নের ঘণ্টা দুয়েক পর কারিগরি ত্রুটির কারণে ভারতের আকাশ থেকে ঢাকায় ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিজি-৩২৫ ফ্লাইটটিতে ২৭৪ যাত্রী ছিলেন বলে জানা গেছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাতারের উদ্দেশে সোমবার রাত পৌনে ৭টায় ঢাকা থেকে উড্ডয়ন করে বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি। এটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল। ভারতের আকাশে কারিগরি ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় ২ ঘণ্টা আকাশে উড়ে ২৭৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করে।

যদিও ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান। তারা শুধু কারিগরি ত্রুটির কথা উল্লেখ করেছে। তবে জানা গেছে, পাইলটের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

পরে অবশ্য বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer