Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

২৫ এপ্রিল পর্যন্ত আদালতের ছুটি বৃদ্ধি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ১১ এপ্রিল ২০২০

প্রিন্ট:

২৫ এপ্রিল পর্যন্ত আদালতের ছুটি বৃদ্ধি

সুপ্রিম কোর্ট শনিবার দেশের সব আদালতের ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলা হয়, দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত এক বৈঠকের পর প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ২৪ মার্চ প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী দেশের আদালতগুলোতে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ১ এপ্রিল ছুটির সময় বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত নেয়া হয়। তারও পরে ছুটির মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল নির্ধারণ করা হয়। দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪৮২ জন আক্রান্ত এবং ৩০ জন মারা গেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer