Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

২২ আসন পেল জামায়াত, লড়বে ধানের শীষে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ৯ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২২ আসন পেল জামায়াত, লড়বে ধানের শীষে

ঢাকা : অনেক দরকষাকষির পর শেষ মুহূর্তে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীকে ২২টি আসনে ছাড় দিয়েছে বিএনপি।

এসব আসনে জামায়াত প্রার্থীরা বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়বেন বলে রোববার সকালে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আবদুল হালিম।

তবে এর বাইরেও আরো অন্তত ১৫টি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জামায়াত নেতারা। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

গতকাল শনিবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। কিন্তু আসন সংখ্যা নিয়ে সন্তুষ্ট ছিলেন না জামায়াত নেতারা। গতকাল রাত এবং আজকে সকালে আরো আলোচনা হয়। শেষ পর্যন্ত ২২টি আসনে সমঝোতা হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer