Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৭, ১০ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ

ঢাকা : ১৪ বছর পর, বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয়া হবে আজ। ২০০৪ সালের ২১ শে আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় তৎকালীন মহিলা লীগ সভাপতি আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। দলীয় সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আহত হন অসংখ্য নেতাকর্মী।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ রায় ঘোষণা করা হবে।

এতে দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা আশা করছেন, তাদের মক্কেলরা খালাস পাবেন। রায়কে কেন্দ্র করে অস্থায়ী আদালতের চারপাশে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা চেক পোস্ট বসিয়ে গাড়ি, মোটরসাইকেলসহ যাদের সন্দেহ হচ্ছে তাদের চেক করছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এর আগে প্রায় ১০ বছর বিচারিক কার্যক্রম শেষ গত ১৮ সেপ্টম্বর এ মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন বিচারক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer