Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১৯ জুলাই ২০১৯

প্রিন্ট:

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ

ঢাকা : ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে এবার আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলির প্রেসিডেন্টরা।

১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বকাপের একশ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরটি নিয়ে বড় পরিকল্পনা করছে লাতিন আমেরিকার দেশগুলো।

বুধবার আর্জেন্টিনার সান্তা ফেতে প্যারাগুয়ের রাষ্ট্রপতি মারিও আবদো, চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রি ও উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেস আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।

ফলে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিও নতুন করে যোগ হয়েছে। যদিও ২০১৮ সালে চিলি আয়োজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এর আগে, পর্তুগাল, স্পেন ও মরক্কো যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ফিফার কাছে জানান।

এদিকে, আগামী ২০২২ ফিফা বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে কাতার। এছাড়া ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer