Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

২০২৪ সালে আসছে ডানাযুক্ত জাহাজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

২০২৪ সালে আসছে ডানাযুক্ত জাহাজ

জাহাজের নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ওয়ালেনিয়াস মেরিন-এর সঙ্গে যুক্ত হয়ে সুইডেনের একটি প্রতিষ্ঠান অত্যাধুনিক জাহাজ চালু করতে যাচ্ছে। ৬ থেকে ৭ হাজার গাড়ি ধারণক্ষমতা সম্পন্ন চারটি বিরাট ডানাযুক্ত জাহজটি আগামী ২০২৪ সালের দিকে আটল্যান্টিক মহাসাগরে চালু হওয়ার কথা রয়েছে।

আধুনিক জাহাজটি ৯০ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ কমাতে সক্ষম বলে দ্য ড্রাইভেন এর প্রতিবেদনে বলা হয়েছে। এরই মধ্যে জাহাজটির প্রাথমিকভাবে দুটি নাম দেয়া হয়েছে, ওশেনবার্ড এবং দ্য উইন্ড পাওয়ার কার ক্যারিয়ার- ডব্লিউপিসিসি।

ওয়ালেনিয়াস মেরিনের দাবি, এই নকশাটি জাহাজের নতুন যুগের সূচনা করবে।

এদিকে, চলতি বছরের গোড়ার দিকে জাহাজ ওশেনবার্ডের একটি ছোট মডেলের সফলভাবে সাগরে পরীক্ষা চালানো হয়েছে। আর সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালেই আসতে যাচ্ছে এই জাহাজটি।

ফ্রেইনার জাহাজের তুলনায় ওশেনবার্ড অনেক কম জীবাশ্ম জ্বালানী ব্যবহার করবে। বর্তমানে বিশ্বের প্রায় ৪৫০ টি বড় যানবাহন বহনকারী জাহাজ প্রতিদিন প্রায় ৪০ টন জীবাশ্ম জ্বালানী ব্যবহার করে।

ওশেনবার্ড জাহাজটি দৈর্ঘ্য প্রায় ৬৫৬ ফুট এবং ১৩১ ফুট প্রস্থ। এর পূর্ণ উচ্চতা সুবিশাল প্রসারিত পালসহ ৩২৮ ফুট। আর এটি বিশ্বের সবচেয়ে উঁচু জাহাজ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer