Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

২০১৯ সালে আমাজনের বনভূমি নিধন ৮৫ শতাংশ বৃদ্ধি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

২০১৯ সালে আমাজনের বনভূমি নিধন ৮৫ শতাংশ বৃদ্ধি

ঢাকা : ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজন বনভূমির নিধন অব্যাহত রয়েছে। আগের বছরের তুলনায় ২০১৯ সালে এ বনভূমির নিধন ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সরকারি উপাত্য থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ জানায়, ২০১৯ সালে ৯ হাজার ১৬৬ বর্গ কিলোমিটার বনভূমি উজাড় ছিল কমপক্ষে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।২০১৮ সালে ৪ হাজার ৯৪৬ বর্গ কিলোমিটার বনভূমি নিধন হয়েছিল।

এ বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সন্দেহবাদী নেতা প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর দায়িত্ব নেয়ার প্রথম বছরকে ছাড়িয়ে গেছে। এ নেতা ক্ষমতায় এসে আমাজন বনভূমি থেকে সম্পদ সংগ্রহে আরোপিত বিভিন্ন বিধিনিষেধ শিথিল করেন।

স্যাটেলাইট ভিত্তিক ডিটার (ডিইটিইআর) পদ্ধতির সাহায্যে এ উপাত্য সংগ্রহ করা হয়।

গত বছর আমাজন অববাহিকার বিস্তৃত এলাকা দাবানলে পুড়ে যাওয়ার পর এ তথ্য প্রকাশ করা হলো। এ দাবানলের ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনা হয় এবং বোলসোনারো ও ইউরোপীয় নেতাদের মধ্যে কূটনৈতিক বিরোধের সৃষ্টি হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer