Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

২ মার্চ ঢাকায় আসছেন হর্ষবর্ধন শ্রিংলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

২ মার্চ ঢাকায় আসছেন হর্ষবর্ধন শ্রিংলা

ঢাকা: আগামী ২ মার্চ ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দুই দেশের কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তার সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে হর্ষবর্ধন শ্রিংলার এই সফর হচ্ছে। পররাষ্ট্র সচিব হিসেবে এটাই হর্ষবর্ধন শ্রিংলার প্রথম ঢাকা সফর। এর আগে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন কোন ইস্যু গুরুত্ব পাবে বা উন্নয়ন ঘটবে সেই বিষয়েও প্রাথমিক কিছু কাজ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। ২০১৬ সালের জানুয়ারিতে হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে দুই বছর দায়িত্ব পালন করেন।

এরপর তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। গত ২৪ ডিসেম্বর তাকে পররাষ্ট্র সচিব হিসেবেই নিয়োগ দেওয়া হয়। ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয় গোখালের স্থলাভিষিক্ত হন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer