Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

১৯ দফার ইশতেহার বিএনপি’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ১৮ ডিসেম্বর ২০১৮

আপডেট: ২২:৪২, ১৮ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

১৯ দফার ইশতেহার বিএনপি’র

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি’র ঘোষিত ইশতেহারে ১৯টি দফা রাখা হয়েছে। বেশিরভাগ দফার সঙ্গেই ঐক্যফ্রন্টের ১৪টি প্রতিশ্রুতির মিল রয়েছে।

মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোটেল লেকশোরে এই ইশতেহার ঘোষণা করেন।

বিএনপি’র ইশতেহারের ১৯ দফার মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে। পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় জাতীয় কমিশন গঠন করা হবে, যেখানে থাকবেন সরকারি দলের নেতা, বিরোধীদলের নেতা ও জাতীয় কোনো ব্যক্তি। পুন:প্রবর্তন করা হবে গণভোট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer