Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

১৮ এপ্রিল বসছে সংসদের অধিবেশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ৬ এপ্রিল ২০২০

প্রিন্ট:

১৮ এপ্রিল বসছে সংসদের অধিবেশন

ঢাকা : একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন বসছে আগামী ১৮ এপ্রিল। ওই দিন বিকাল ৫টায় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধানে বলা আছে, দুই অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। এরমধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ সংসদ বসে। সে হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে অবশ্যই সংসদ অধিবেশন শুরু করতে হবে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সংসদের এবারের অধিবেশন নিয়ে অনিশ্চয়তা ছিল। আলোচনায় আসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অধিবেশন অনুষ্ঠানের। শেষ পর্যন্ত স্বাভাবিক নিয়মেই অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer