Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হচ্ছে ইসির সংলাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ৬ জুলাই ২০২২

প্রিন্ট:

১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হচ্ছে ইসির সংলাপ

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন ( ইসি)। ১৭ জুলাই থেকে এই সংলাপ শুরু হবে বলে জানান, ব্রিগেডিয়া জেনারেল মো.আহসান হাবীব (অব.)।

বুধবারআহসান হাবীব বলেন, ৩১ তারিখের মধ্যে এই সংলাপ শেষ করা হবে।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে। এখন ঈদুল আজহার পর চলতি মাসের শেষে বা আগস্টের প্রথম দিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে এটি চূড়ান্ত করা হবে।

সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই রোডম্যাপে ইভিএম বিষয়টি যুক্ত করা বা বাদ দেওয়া যাচ্ছে না। এছাড়া দলগুলোরও বিভিন্ন মতামত থাকতে পারে। তাই খসড়ার সঙ্গে তাদের মতামত যুক্ত করে রোডম্যাপ চূড়ান্ত করা হবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer