Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

১৬ ডিসেম্বর লন্ডনের টাওয়ার ব্রিজ সাজবে বাংলাদেশের পতাকার রঙে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১৫ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

১৬ ডিসেম্বর লন্ডনের টাওয়ার ব্রিজ সাজবে বাংলাদেশের পতাকার রঙে

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে ১৩৫ বছরের পুরোনো ব্রিটেনের সবচেয়ে আইকোনিক স্থাপনা টাওয়ার ব্রিজ বাংলাদেশের পতাকার সাজে সাজবে।

এ উদ্যোগ নিয়েছেন সিটি অব লন্ডনের ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলার চলচ্চিত্র নির্মাতা মনসুর আলী। ২৪৪ মিটার দৈর্ঘ্য ও ৪২ মিটার উচ্চতার এই ব্রিজ ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশের পতাকার রঙ লাল সবুজে আলোকিত হয়ে উঠবে।

অসাধারণ এই মুহূর্তের সরাসরি স্বাক্ষী থাকবেন শত শত বাংলাদেশিসহ লাখ লাখ ভীনদেশী মানুষ। প্রতিদিন টাওয়ার ব্রিজ ভ্রমণ ও ব্যবহার করে থাকেন ৪০ হাজারের বেশি মানুষ।

মনসুর আলী বলেন, আমি ব্রিটেনে এসেছিলাম ২ বছর বয়সে, তখন থেকেই এই টাওয়ার ব্রিজ দেখে বড় হয়েছি। এখন এই ওয়ার্ডের কাউন্সিলার। বাংলাদেশ আমার জন্মস্থান, বাংলাদেশ যেমন আমার অস্তিত্ব তেমনি টাওয়ার ব্রিজের সঙ্গে আমার আবেগ মিশে আছে। বাংলাদেশের মহান বিজয় দিবসে এই আইকোনিক ব্রিজ বাংলাদেশের পতাকার রঙে সাজবে-এটা থেকে ভীন দেশী মানুষ জানবে ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশিদের অবদান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer