Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

১৫ বছর পর শুরু হচ্ছে নতুন কুঁড়ি

প্রকাশিত: ২২:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

১৫ বছর পর শুরু হচ্ছে নতুন কুঁড়ি

ঢাকা : শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা `নতুন কুঁড়ি`। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে ১৯৭৬ সালে বিটিভিতে মোস্তফা মনোয়ারের নির্দেশনায় ‘নতুন কুঁড়ি’ জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করে। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছিলো কবি গোলাম মোস্তফার কিশোর নামক কবিতা থেকে।

প্রায় বছর ধরে এই প্রতিভা অন্বেষণের প্লাটফর্মটি বন্ধ হয়ে আছে। খুশির খবর হচ্ছে দীর্ঘ ১৫ বছর পর আবার শুরু হচ্ছে। আগামী মাসের শেষ সপ্তাহ থেকে প্রতিযোগিতাটির প্রাথমিক বাছাই কাজ শুরু হবে।

সারাদেশকে ২০টি জোনে ভাগ করে বাছাই পর্ব হবে। বাছাই পর্ব থেকে বিজয়ীদের নিয়ে হবে মূল প্রতিযোগিতা। একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, কোরআন তেলাওয়াত, গল্প বলা বিষয়ে `ক` ও `খ` শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। `ক` শাখার প্রতিযোগীদের বয়সসীমা ৬ থেকে ১০ এবং `খ` শাখার ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর।

এখন পর্যন্ত প্রতিযোগিতায় কারা বিচারকার্য পরিচালনা করবেন, তা চূড়ান্ত হয়নি। অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer