Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

১৪ বছরের মধ্যে হালদায় রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ২৪ মে ২০২০

আপডেট: ১১:২১, ২৪ মে ২০২০

প্রিন্ট:

১৪ বছরের মধ্যে হালদায় রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন হালদা নদীতে ১৪ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা মাছ। এবার সাড়ে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে।বিদ্যুৎ কেন্দ্র, শিল্পকারখানা ও বালু উত্তোলন দীর্ঘদিন বন্ধ থাকায় নদীতে দূষণ কমায় ভালো ডিম সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত বছর হালদা নদী থেকে ডিম সংগৃহীত হয়েছিল ৭ হাজার কেজি। এবার হয়েছে ২৫ হাজার ৫শ ৩৬ কেজি ডিম। ২শ ৮০টি নৌকায় সাড়ে ছয়শো সংগ্রহকারী দিনভর ডিম সংগ্রহ করেন। ১৪ বছরের মধ্যে এবার রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহ করা হয়েছে বলে জানান হালদা গবেষক।

হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া বলেন, পাহাড়ি যে ঢল হওয়ার কথা ছিল, সেটা যথেষ্ট হয়নি। কিন্তু মা মাছ ম্যাচিউর হয়ে গেছে, তাই এত ডিম দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এক বছরের সার্বিক কর্মকাণ্ডের কারণে হালদা নদী দূষণমুক্ত থেকেছে। এজন্য মা মাছ এত ডিম দিয়েছে।আর হালদার দূষণ না থাকলে ভবিষ্যতে মা মাছ আরো বেশি ডিম ছাড়বে বলে আশাবাদ হালদা রক্ষা কমিটির।

হালদা রক্ষা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, পরিবেশ অধিদপ্তরকে দূষণের ব্যাপারে সজাগ থাকতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer