Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

১৪ দলকে আরও গতিশীল করার প্রত্যয় আমুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ৮ জুলাই ২০২০

প্রিন্ট:

১৪ দলকে আরও গতিশীল করার প্রত্যয় আমুর

ফাইল ছবি

ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের নব নির্বাচিত সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, শরিক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে প্রাসঙ্গিক কর্মসূচির মাধ্যম ১৪ দলকে আরও গতিশীল করে সামনের দিক এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শরিক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে প্রাসঙ্গিক কর্মসূচি দেবো। বর্তমানে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। সেখানেও জনকল্যাণকর কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো।’

আমির হাসন আমু বুধবার কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসােেব দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সংবাদিকদের এ কথা বলেন। ১৪ দলের দায়িত্ব দেয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমির হোসেন আমু।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘আমি সবসময়ই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে নানা আন্দোলন-সংগ্রামে ছিলাম। আমার স্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় কিছুদিন গ্যাপ ছিল। আজ নেত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিলেন আমাকে। এর জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

জোটের নতুন এই মুখপাত্র আরও বলেন, ‘এর আগে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বে ছিলেন জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ১৪ দলীয় জোট পরিচালনা করেছেন। নানা কর্মসূচি দিয়ে সব সময় শরিক দলগুলোকে সক্রিয় রেখেছেন। আজ তিনি নেই। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
উল্লেখ্য, ২০০৪ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী দলে থাকাকালে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে জোটের সমন্বয়ক ছিলেন আবদুল জলিল।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তবে বার্ধক্যজনিত কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকায় জোটের মুখপাত্র হিসেবে মোহম্মদ নাসিমকে দায়িত্ব দেন শেখ হাসিনা। সেই থেকে মোহাম্মদ নাসিমের নেতৃত্বেই ১৪ দলের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। কিন্তু গত ১৩ জুন নাসিমের মৃত্যুর পদটি শূন্য হয়ে যায়। এ অবস্থায় আমির হোসেন আমুকেই এই গুরু দায়িত্ব দিলেন জোটনেত্রী শেখ হাসিনা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer