Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

১৪ তম ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ৬ জুন ২০২২

আপডেট: ২১:৪১, ৬ জুন ২০২২

প্রিন্ট:

১৪ তম ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল

নরওয়েজিয়ান টেনিস সেনসেশন ক্যাসপার রুডকে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের ১৪তম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। এই জয়ের সাথে সাথে রেকর্ড ২২ টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড করে ফেললেন এই স্প্যানিশ তারকা।একপেশে এক ফাইনালে ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয় করতে নাদালকে কোন চাপেই পড়তে হয়নি। ফাইনালে নাদাল জিতেছেন ৬-৩, ৬-৩, ৬-০ গেমের সরাসরি সেটে। ২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সে নাদাল ক্যারিয়ারের প্রথম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করেছিলেন।

১৯৭২ সালে ৩৪ বছর বয়সে আন্দ্রে গিমেনোর পর  রোলা গাঁরোতে জয়ী এখন নাদালই সবচেয়ে বুড়ো চ্যাম্পিয়ন। অথচ পায়ের ইনজুরির কারনে তার খেলাই অনিশ্চিত ছিল। ক্যারিয়ারের প্রায় বেশীরভাগ সময়ই এই ইনজুরি তাকে ভুগিয়েছে যার ব্যতিক্রম এবারও ছিলনা। নোভাক জকোভিচের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে নাদাল তাই ঘোষনা করেছিলেন জিততে না পারলে এটাই হবে প্যারিসের মাটিতে তার শেষ ম্যাচ। এর আগে প্যারিসে ১৩টি ফাইনালের সবকটিতে জয়ী হয়েছেন নাদাল। ১৯৬৯ সালে রড লেভারের পর এক ক্যালেন্ডার বছরে সবকটি স্ল্যাম জয়ের বিরল রেকর্ডের হাতছানি এখন নাদালের। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer