Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

১৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘রাত্রির যাত্রী`

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৮, ১৮ অক্টোবর ২০১৮

আপডেট: ০৯:২০, ১৮ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

১৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘রাত্রির যাত্রী`

ঢাকা : অবশেষে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘রাত্রির যাত্রী’। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী।

কমলাপুর রেলস্টেশনে শুটিংয়ের মাধ্যমে ‘রাত্রির যাত্রী’ যাত্রা শুরু করে। নানান প্রতিবন্ধকতা পেরিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত। ছবিটি বিজয়ের মাসে, ১৪ই ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে একটি আইটেম গান, যেখানে অংশ নিয়েছেন নায়লা নাইম।

‘রাত্রির যাত্রী’ ছবিটির শুরু থেকেই এর পাশে ছিল সোশাল মিডিয়ার উদ্যমী একদল চলচ্চিত্রপ্রেমী। তারা দেশে বিদেশে বিভিন্নভাবে ছবিটির প্রচারণার কাজটি করে গেছেন। প্রচারণার সঙ্গে যুক্ত করেছেন বিভিন্ন পেশার মানুষদের। এ ছবির প্রচারণা উদ্বুদ্ধ করেছে অন্য চলচ্চিত্রকেও। অনেকেই সোশাল মিডিয়াকে প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ‘রাত্রির যাত্রী’র অনুপ্রেরণায়।

এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। অন্যান্য চরিত্রে আছেন সম্রাট, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, শহিদুল আলম সাচ্চু, সালাউদ্দিন লাভলু, নায়লা নাঈম, আনন জামান, সোনিয়া হোসেন, তানিয়া ইসলাম রিতু, ম আ সালাম, আশরাফ কবির, কালা রেবেকা রউফ, শিমুল খান, জিয়া তালুকদার,কালা আজিজ, চিকন আলী ও প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer