Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

১৪ কোটি টাকার সিরিঞ্জ কিনবে সরকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

১৪ কোটি টাকার সিরিঞ্জ কিনবে সরকার

১৩ কোটি ৮২ লাখ টাকায় মোট ১১ কোটি অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড সরকারকে এ পণ্য সরবরাহ করবে। এছাড়া, সভায় অতিরিক্ত ৮০ হাজার টন জ্বালানি তেল জরুরি বিবেচনায় জি-টু-জি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন আহ্বানের মাধ্যমে আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার প্রায় ১০৯ কোটি ৩৩ লাখ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

একইসঙ্গে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনের দায়িত্ব দেয়া হয়েছে চীনা প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামকে। ৬ বছরের জন্য প্রায় ১ হাজার ৫০ কোটি টাকায় প্রতিষ্ঠানটিকে নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer