Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

১৩৭ তম খুলনা দিবস বৃহস্পতিবার

শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

প্রকাশিত: ২০:০৪, ২৪ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

১৩৭ তম খুলনা দিবস বৃহস্পতিবার

খুলনা :খুলনার ইতিহাস ও ঐতিহ্যের ১৩৭ বছর পূর্তিতে “খুলনা দিবস-২০১৯” উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে বুধবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ জামান। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন ১৮৪২ সালে খানজাহান আলী (রা:) স্মৃতি বিজড়িত ভৈরব-রূপসা বিধৌত পূর্ণভূমি নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দপ্তর স্থাপিত হয়।

ঐতিহ্যবাহী খুলনার ১৩৭ বছর পূর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়াজনে বৃহস্পতিবার উন্নয়ন ভবন এর মাঠে ৪ (চার) দিন ব্যাপী “খুলনা দিবস মেলা-২০১৯” এর শুভ উদ্বোধন, ২৭ এপ্রিল সকাল ৯.০০ টায় বর্ণিল আয়োজনে খুলনার ইতিহাস-ঐতিহ্য ও প্রাকৃতিক দৃশ্য সম্বলিত বর্ণাঢ্য র‌্যালী এবং সন্ধ্যায় নগরীর শহীদ হাদিস পার্কে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেন, শিক্ষাবিদ অধ্যক্ষ মো: মাজহারুল হান্নান, প্রকৌশলী আজাদুল হক, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মো: আবুল বাসার, শেখ আবুল কাশেম, মামনুরা জাকির খুকুমনি, নাগরিক নেতা এ্যাড কুদরত-ই-খুদা, এযুগ্ম-মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, মো: মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, মো: মিজানুর রহমান জিয়া, মহিলা সম্পাদক রসু আক্তার, নুরুজ্জামান খান (বাচ্চু), মো: রকিব উদ্দীন ফারাজী, সামছুল কাদের মজনু, সরদার রবিউল ইসলাম রবি, এস এম ইকবাল হোসেন বিপ্লব, মো: খলিলুর রহমান, মোল্লা মারুফ রশীদ, মীর বরকত আলী, বিশ্বাস জাফর আহমেদ, অধ্যাপক মো: আজম খান, মো: মিজানুর রহমান টিংকু, গোলাম রব্বানী ভূইয়া, এস এম দেলোয়ার হোসেন, কাজী মিরাজ হোসেন, মো: আতিয়ার রহমান প্রমুখ।

খুলনা মহাকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি এবং ভৌগলিক অবস্থানের কারণে খুলনার গুরুত্ব অনেক বেশি হওয়ায় মাত্র ৪০ বছরের ব্যবধানে ৪ হাজার ৬ শত ৩০ বর্গ মাইল এলাকা, ৪৩ হাজার ৫ শত জনসংখ্যা অধ্যুসিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয় এবং খুলনার প্রথম জেলা ম্যাজিষ্ট্রেট মি. ডাব্লিউ এম ক্লে দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে খুলনা জেলার কার্যক্রম শুরু হয়

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer