Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

১১ জানুয়ারি থেকে থানচিতে ফের ভ্রমণ নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৯ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

১১ জানুয়ারি থেকে থানচিতে ফের ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবানের থানচি উপজেলায় ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ফের পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।সোমবার বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়নের পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের থানচি উপজেলায় ১৭ জানুয়ারি পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া অন্য সব উপজেলায় ভ্রমণ করতে পারবে।
আরও পড়ুন: ভ্রমণে যেসব ভুল হঠাৎ অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়

এর আগে ১১ ডিসেম্বর পর্যন্ত রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা চলে আসছিল। ৪ ডিসেম্বর থেকে থানচি উপজেলায় পুনরায় আবার নিষেধাজ্ঞা জারি করা হয়।

পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার কারণে ১৮ অক্টোবর থেকে বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এরপর ২৩ অক্টোবর থেকে ৪ উপজেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer