Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

১০২ ইয়াবা কারবারির আত্মসমর্পণ

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশিত: ১৩:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১০২ ইয়াবা কারবারির আত্মসমর্পণ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে এক অনুষ্ঠানে ১০২ ইয়াবা কারবারি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন তারা।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক কামাল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

জানা গেছে, এমপি বদির ৩ ভাই, ভাগিনা, ফুফাতো ভাইসহ ৭ জন আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী অনেকের নাম রয়েছে ৭৩ শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায়।মাদক কারবারিরা ইয়াবা ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। অনুষ্ঠান শেষে আত্মসমর্পনকারীদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।

উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে মিডিয়াকর্মীসহ সবার উপস্থিতিতে তা ধ্বংস করা হবে বলে জানা গেছে। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে কক্সবাজার পুলিশের হেফাজতে থাকা শতাধিক ইয়াবা কারবারিদেরকে কড়া পাহাড়ার মধ্যে দিয়ে বাসযোগে অনুষ্ঠানস্থলে আনা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer