Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

১০ লাখেরও বেশি অভিবাসী নেবে কানাডা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ১১ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১০ লাখেরও বেশি অভিবাসী নেবে কানাডা

ঢাকা: আগামী তিন বছরে ১০ লাখেরও বেশি স্থায়ী অভিবাসী নেবে কানাডা সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেওয়া হয়। 

২০১৭ সালে দেশটি দুই লাখ ৮৬ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে স্বাগত জানিয়েছে। ২০১৯ সালে এ সংখ্যা তিন লাখ ৫০ হাজারেরও বেশি হতে পারে। ২০২০ সালে তিন লাখ ৬০ হাজার অভিবাসীকে স্বাগত জানাবে দেশটি এবং ২০২১ সালে নেবে তিন লাখ ৭০ হাজার অভিবাসী।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন বলেন, কানাডা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছে যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। কানাডায় নতুনদের স্বাগতম।আহমেদ হোসেন নিজেও সোমালিয়া থেকে আসা একজন অভিবাসী। তিনি বলেন, কানাডায় জন্মহার কমে গেছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে। নতুন আসা জনশক্তি কানাডাকে আরও সমৃদ্ধ করবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো যখন অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে সেখানে কানাডার এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer