Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

১.৫ লাখ ইভিএম কিনতে একনেকে প্রকল্প অনুমোদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১.৫ লাখ ইভিএম কিনতে একনেকে প্রকল্প অনুমোদন

ঢাকা : দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৩,৮২৫.৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

‘নির্বাচনী ব্যবস্থায় আরো স্বচ্ছতা আনার লক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার’ শীর্ষক প্রকল্পটি ২০২৩ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এএইচএম মুস্তাফা কামাল জানান, প্রধানমন্ত্রী বলেছেন, শহর এলাকায় প্রাথমিকভাবে ইভিএম ব্যবহার করা উচিৎ বলে কারণ সেখানে শিক্ষিত ব্যক্তিদের সংখ্যা বেশি। ক্রমান্বয়ে দেশের সর্বত্র ইভিএম ব্যবহার করা উচিৎ।

পরিকল্পনামন্ত্রী জানান, ‘আজ একনেক আনুমানিক ১২,৫৪৪.৯৪ কোটি টাকার মোট ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer