Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

১ এপ্রিল থেকে ৬ মে সব ধরনের কোচিং বন্ধ: শিক্ষামন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ মার্চ ২০১৯

প্রিন্ট:

১ এপ্রিল থেকে ৬ মে সব ধরনের কোচিং বন্ধ: শিক্ষামন্ত্রী

ঢাকা : উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা চলাকালে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এ সময় কোনো কোচিং সেন্টার খোলা পাওয়া গেরে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। এই লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

‘নানা ধরনের কোচিং আছে। যেহেতু একই জায়গায় বিভিন্ন ধরনের কোচিং থাকে, অনেকে অসাধু উপায়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোচিং করিয়ে থাকে। এরকমটাও অতীতে দেখা গেছে। তাই আমরা সব কোচিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছি’-যোগ করেন দীপু মনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer