Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

হ্যাল ওপেনেও চ্যাম্পিয়ন ফেদেরার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ২৪ জুন ২০১৯

প্রিন্ট:

হ্যাল ওপেনেও চ্যাম্পিয়ন ফেদেরার

ঢাকা : উইম্বলডনের আগে গা ঘামানোর মঞ্চ হিসাবে রজার ফেদেরার বরাবর হ্যাল ওপেনকেই বেছে নেন৷ বেশিরভাগ সময়েই তিনি জার্মানি ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন ঐ টুর্নামেন্টে আগের জেতা ট্রফি সঙ্গে নিয়ে। এবার হয়েছে তেমনটিই।

রোববার ফাইনালে বেলজিয়ামের ডেভিড গফিনকে ৭-৬ (৭/২), ৬-১ সেটে হারিয়ে সুইজারল্যান্ডের এ টেনিস তারকায় হয়েছেন চ্যাম্পিয়ন।

এখন পর্যন্ত হ্যাল ওপেনে মোট দশবার শিরোপা জিতেছেন ফেদেরার। ৩ বার হয়েছেন রানার্সআপ। অর্থাৎ হ্যালের শেষ ১৭টি আসরের মধ্যে ১৩ বার ফাইনালে খেলেছেন তিনি। গতবার শিরোপা লড়াইয়ে ক্রোয়েশিয়ার বোর্না কোরিচের কাছে তিন সেটের লড়াইয়ে হেরে গিয়েছিলেন সুইস এ টেনিস তারকা।

ডেভিড গফিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ফেডেরার বলেন, ‘অবিশ্বাস্য লাগছে। প্রথমবার যখন এখানে খেলতে নামি, ভাবিনি দশ বার চ্যাম্পিয়ন হব। ভাবা সম্ভবও ছিল না৷’

সব মিলিয়ে এখন পর্যন্ত বর্ণোজ্জ্বল কেরিয়ারে ফেদেরার জিতেছেন ১০২ নম্বর ট্রফি। তাতে এ তারকা জিমি কোনর্সের আরও কাছে পৌঁছে গেলেন। সব থেকে বেশি ১০৯টি ট্রফি জেতা কোনর্সকে ছুঁতে ফেডেরারের দরকার আর মাত্র ৭টি ট্রফি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer