Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

হ্যাকারের কবলে কার্টুন নেটওয়ার্ক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ১১ মে ২০১৯

প্রিন্ট:

হ্যাকারের কবলে কার্টুন নেটওয়ার্ক

ঢাকা : একই সঙ্গে বিশ্বের ছয়টি দেশে হ্যাক হল কার্টুন নেটওয়ার্ক ওয়েবসাইট। শিশুদের পছন্দের কার্টুন ছবির জায়গা সেখানে হঠাৎ প্রদর্শিত হলো আরবের মিম্‌স, ব্রাজিলের হিপহপ গান, এমনকি এক ব্রাজিলীয় স্ট্রিপারের ভিডিও।

শিশুদের উপযোগী টিভি চ্যানেলে হঠাৎ প্রাপ্তবয়স্কদের ভিডিও চলতে দেখে বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হয়। জানা গিয়েছে, ব্রিটেন এবং রাশিয়ায়, গত সপ্তাহান্ত জুড়েই কার্টুন নেটওয়ার্ক ওয়েবসাইট ও চ্যানেলে হ্যাকাররা তাণ্ডব চালায়। সমস্যার কোনও সুরাহা করতে পারেনি কার্টুন নেটওয়ার্ক কর্তৃপক্ষ।

সাইবার গোয়েন্দাদের সন্দেহ, হ্যাকাররা সংখ্যায় দুইজন এবং তারা ব্রাজিলেরই বাসিন্দা। আফ্রিকা, সৌদি আরব, ব্রাজিল, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া এবং তুরস্কে কার্টুন নেটওয়ার্ক ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। টুইটারে হ্যাকাররা দাবি করেছে, কার্টুন নেটওয়ার্কের অন্যান্য ওয়েবসাইট হ্যাক করার সূত্রও তাদের হাতে রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer