Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

হৃদরোগ-স্ট্রোকের ঝুঁকি কমায় শুকনা মরিচ : বলছে গবেষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২৬ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

হৃদরোগ-স্ট্রোকের ঝুঁকি কমায় শুকনা মরিচ : বলছে গবেষণা

ঢাকা : কাঁচামরিচের মতো শুকনো মরিচেরও রয়েছে অনেক গুণ। নিয়মিত শুকনা মরিচ খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে-এমনটাই উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।আমেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, শুকনা মরিচ দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া শরীরের জন্য ভালো। যেহেতু এটি শরীর ও স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তাই প্রতিদিনের খাবার তালিকায় শুকনো মরিচ রাখা উচিত।

ওই প্রতিবেদন থেকে জানা গেছে, ভিটামিন সি সমৃদ্ধ এ সবজি শরীরে প্রয়োজনীয় ভিটামিন সির ঘাটতি দূর করে। এ ছাড়া বিভিন্ন রোগের প্রকোপ কমায়।এ সংক্রান্ত তথ্য প্রকাশের আগে গবেষকরা ইতালিতে বসবাসকারী প্রায় ২৩ হাজার লোকের ওপর আট বছর ধরে একটি গবেষণা চালানো হয়।

গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত চারবার শুকনো মরিচ খেয়েছেন তাদের হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি ৪০ শতাংশ এবং স্ট্রোকে মারা যাওয়ার ঝুঁকি ৫০ শতাংশ কমে গেছে।

গবেষকরা বলছেন, স্বাস্থ্যকর নিরামিষ বা অন্য ধরনের খাবারের সঙ্গে শুকনো মরিচ খেলে স্বাস্থ্য বেশি সুরক্ষিত থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer