Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ৬১৯ নতুন রোগী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ৬১৯ নতুন রোগী

ঢাকা: সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৬১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। খবর ইউএনবি’র 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এছাড়া ঢাকার বাইরে ৪৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৩ জন ভর্তি আছেন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫১৩।

সরকারি হিসেবে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত (১৫ সেপ্টেম্বর) ৮১ হাজার ১৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৮ হাজার ৪৩৭ জন।

এখন পর্যন্ত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে সংস্থাটি ১০১টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৬০টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশের মতো এ বছর বাংলাদেশে এডিস মশাবাহী ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। যার কেন্দ্রে রয়েছে জনবহুল শহর রাজধানী ঢাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer