Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

হার দিয়ে টাইগ্রেসদের যাত্রা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ১০ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হার দিয়ে টাইগ্রেসদের যাত্রা শুরু

ঢাকা : হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টাইগ্রেসদের হারতে হয়েছে ৬০ রানের ব্যবধানে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১শ ৬ রান সংগ্রহ করে উইন্ডিজরা। জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায়, মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

৫, ৬, ৩, ৮, ৩, ২, ৪, ০, ৩, ৫, ১। না, কোন টেলিফোন ডিজিট নয়। বাংলাদেশ নারী দলের ব্যাটসম্যানদের ব্যক্তিগত সংগ্রহ। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে এতোটাই নাকাল যে, একজন ব্যাটসম্যানও পেলেন না দুই অংকের স্পর্শ!

অথচ এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনেক আগেই পৌঁছায় বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খেলেছে প্রস্তুতি ম্যাচও। এতোকিছুর সবই ভন্ডুল, নিজেদের প্রথম ম্যাচেই। বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়নরা হারলো বড় ব্যবধানে।

উইন্ডিজ বোলাররা আহামরি বোলিং করেছে এমন নয়। কি এক অজানা ভূত যেন চাপলো শামীমা-ফারজানাদের ওপর। মাত্র ৬ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৬ রানে অলআউট। মাঝের সময়টুকু কেবল আসা-যাওয়ার মিছিল।

১০ উইকেটের মধ্যে ৬ জনই হয়েছেন বোল্ড আউট। পার্টটাইম বোলার ডোটিনকেই সামলাতে পারেনি টাইগ্রেসরা। মাত্র ৬ রানে ৫জন টাইগ্রেসকে সাজঘরে পাঠিয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

অথচ দিনের প্রথম হাসিটা হেসেছিল বাংলাদেশের নারীরাই। টসভাগ্যে জয়। এরপর উইন্ডিজকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত। ম্যাচের তৃতীয় ওভারেই জাহানারার জোড়া আঘাত। দলীয় ১৪ রানে নেই ক্যারিবিয়ানদের দুই উইকেট।
অধিনায়ক স্টেফানি টেইলর হাল ধরেছেন। টেল এন্ডে যোগ্য সঙ্গ দিয়েছেন আকিরা নাইট। টেইলরের ২৯ আর নাইটের ৩২ রানের ইনিংসে, ১০৬ রানের সংগ্রহ পায় টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে এই ছোট সংগ্রহও পাহাড়সমান হয়ে দাঁড়ায় ব্যাটসম্যানদের মুখ থুবড়ে পড়ায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রাটা তাই হয়ে রইলো নিতান্তই লজ্জার স্বাক্ষী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer