Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

হামের টিকা নিলে অটিজমের ঝুঁকি থাকে না: গবেষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ৬ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হামের টিকা নিলে অটিজমের ঝুঁকি থাকে না: গবেষণা

ঢাকা: হাম রোগের টিকা নিলে অটিজমের ঝুঁকি থাকে বলে যে প্রচলিত ধারণা রয়েছে, তা গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েছে।

দীর্ঘ সময় ধরে পাঁচ লাখেরও বেশি মানুষের ওপর গবেষণা করার পর ইউএসএ টুডে’র প্রতিবদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর ফলে এই প্রতিষেধক সম্পর্কে চিকিৎসক সম্প্রদায় যা বলে এসেছে তা আরও জোরালো হলো।

ডেনমার্কের গবেষকরা নিবন্ধনকৃত ড্যানিস জনসংখ্যার ৬ লাখ ৫৭ হাজার ৪৬১টি শিশুর ওপর এ গবেষণা পরিচালনা করেন। যাদের মধ্যে থেকে মাম্পস, হাম ও রুবেলা (এমএমআর) টিকা দেয়া ও না দেয়া শিশুদের বেছে নেয়া হয়েছিল।

প্রায় এক দশকের বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে দেখা যায়, ৬ হাজার ৫১৭ জনের মধ্যে অটিজম ধরে পরে। তবে এতে করে এমএমআর টিকা নেয়া শিশুরা অটিজমের ঝুঁকিতে ছিলেন তা বলা যায় না, আবার ঝুঁকিতে থাকা শিশুদেরই যে অটিজম হয়েছে তারও কোনো ইঙ্গিত বা প্রমাণ পাওয়া যায়নি।

নতুন এ গবেষণার তথ্যে পুরাতন গবেষণাগুলো আরও দৃঢ় হলো। সেই সাথে শিশুদের টিকা নেয়ার ব্যাপারে চিকিৎসকদের প্রচারণাও আরও নতুন মাত্রা পেল।

ইউ.এন.বি নিউজ

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer