Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

হাতে হাত রেখে গোলাপ দেয়ার দিন আজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

হাতে হাত রেখে গোলাপ দেয়ার দিন আজ

ভালবাসার সপ্তাহ শুরু হয়ে গেল রোজ ডে দিয়ে। শুক্রবার ‘রোজ ডে’। এ দিনে ভালবাসার মানুষকে ফুল দিয়ে ভালবাসা প্রকাশ করে অনেকেই। প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনো প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেয়ার দিন আজই। লাল, হলুদ, সাদা, গোলাপী বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন।

আনুষ্ঠানিকভাবে দিবসটির প্রথম নামকরণ করেন ডেনমার্কের রানি আলেকজান্দ্রা। ৫০তম বিবাহবার্ষিকীতে আলেকজান্দ্রা লন্ডনে এলে সেখানকার অধিবাসীরা তাকে হাজার হাজার লাল গোলাপ দিয়ে অভ্যর্থনা জানান।

আলেকজান্দ্রা এত গোলাপ দেখে হতবাক! তিনি সিদ্ধান্ত নিলেন, এসব গোলাপ বিক্রি করে সেই টাকা দিয়ে দরিদ্র, অসুস্থ মানুষদের প্রতি সেবার, ভালোবাসার হাত বাড়িয়ে দিতে বললেন। লাল গোলাপ দিয়ে ‘তার’ মুখে হাসি ফোটানোর জন্য পালিত হয় বিশেষ রোজ ডে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer