Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

হাজারও কণ্ঠে বর্ষবরণে যোগ দিলেন ভুটানের প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ১৪ এপ্রিল ২০১৯

আপডেট: ১০:১৬, ১৪ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

হাজারও কণ্ঠে বর্ষবরণে যোগ দিলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকা : হাজারও কণ্ঠে বর্ষবরণে যোগ দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেয়ারিং ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেন ভুটানের প্রধানমন্ত্রী। এসময়ে তিনি বাংলা ভাষায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলা নববর্ষকে বরণ করে নিতে চ্যানেল আই ও সুরের ধারা ১৪ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ৮ম বারের আয়োজন করেছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ‘লিভার আয়ুশ হাজরও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’। এদিন প্রভাতের প্রথম থেকে অনুষ্ঠানটি শুরু হয়। নেতৃত্বে দচ্ছেন রেজওয়ানা চৌধুরী।

এবারের মেলায় ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং সস্ত্রীক উপস্থিত রয়েছেন। তিনি পড়ালেখা করেছেন ময়মনসিংহ ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে। তিনি বাংলা বলতে পুরোপুরি পারেন এবং বোঝেন।

বর্ষবরণ উৎসব বিকেল ২টা পর্যন্ত চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer