Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

হাকালুকি হাওরের সুরক্ষা ও সংরক্ষণে করণীয় বিষয়ক সংলাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৬, ১০ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

হাকালুকি হাওরের সুরক্ষা ও সংরক্ষণে করণীয় বিষয়ক সংলাপ

ছবি- বহুমাত্রিক.কম

মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজনে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বড়লেখা উপজেলা
প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আক্তারের সঞ্চালনায় সংলাপে অংশ নেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, মৌলভীবাজার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার, সাংবাদিক আকমল হোসেন নিপু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজারের সমন্বয়ক আ.স.ম সালেহ সুহেল, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বর্ণি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, সাংবাদিক আব্দুর রব, পরিবেশ সাংবাদিক ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা ও পরিবেশকর্মী জুনায়েদ রায়হান রিপন, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সাংবাদিক জালাল আহমদ, উপসহকারি কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, মৎস্যজীবী সমিতির সদস্য মোস্তাব আলী
প্রমুখ।

সংলাপে আলোচকরা হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রতিবেশ সংকটাপন্ন মালাম বিলের চারপাশের কৃত্রিম বাধ অপসারণ, যে জায়গায় গাছ কাটা হয়েছে সেখানে গাছ রোপণ, সরকারি জায়গা দখল করে কৃষি জমির আওতায় নিয়ে আসতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ, যারা নির্বিচারে গাছ কেটে হাওরের পরিবেশ নষ্ট করছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা ও পরিবেশ সংকটাপন্ন হাওরের বিলের ইজারা বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সচেতন করতে কার্যকরী উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer