Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ইমরান এইচ সরকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ৯ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ইমরান এইচ সরকার

ঢাকা : নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাতিল হওয়া প্রার্থিতা উচ্চ আদালতে গিয়ে ফেরত পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রোববার ইমরান এইচ সরকারের একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।

এর মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমির।

আদেশের পর তানিয়া আমির সাংবাদিকদের বলেন, হা কোর্টের এই আদেশের ফলে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারের নির্বাচনে অংশ নিতে বাধা থাকলো না।

ইমরান সরকার মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাইবাছাইয়ে তা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলেও তা টেকেনি।

এরপর বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। রোববার ইসির ওই সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট বেঞ্চ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer