Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

হবিগঞ্জে চেকপোস্টে ডাকাতের হামলায় ৩ পুলিশ আহত

হবিগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ০৯:৩৯, ২১ নভেম্বর ২০১৯

আপডেট: ০৯:৪৯, ২১ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

হবিগঞ্জে চেকপোস্টে ডাকাতের হামলায় ৩ পুলিশ আহত

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাহাড়ি এলাকায় চেকপোস্টে ডাকাতের হামলায় সহকারী উপ পরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।বুধবার রাতে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

আহত পুলিশ সদস্যরা হলেন- আহত মাধবপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ার এবং কনস্টেবল ফয়েজ।এ ঘটনায় পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- নরসিংদী জেলার বাসিন্দা সোবহান মিয়া ও বায়েজিদ বোস্তামী।

মাধবপুর থানার এসআই রাকিবুল হাসান জানান, বুধবার রাতে এএসআই জিয়াউর রহমান কনস্টেবলদের নিয়ে পাহাড় ঘেরা সুরমা চা বাগান এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

রাতে মোটরসাইকেলযোগে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল ডাকাত যাচ্ছিল। এ সময় সুরমা চা বাগান এলাকায় টহলরত পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। তখন ডাকাতরা পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে এএসআইসহ চার পুলিশ আহত হয়।

আহত এএসআই জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ারকে সদর আধুনিক হাসপাতাল এবং কনস্টেবল ফয়েজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer