Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে চীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ৬ মার্চ ২০২১

প্রিন্ট:

হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে চীন

হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করছে চীন সরকার। অঞ্চলটির ক্ষমতায় ‘দেশপ্রেমিকদের’ অবস্থান শক্ত করতেই এই সংস্কারের পরিকল্পনা নেয়া হয়েছে।

শুক্রবার দেশটির রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলনে পরিকল্পনাটি তুলে ধরা হয়। একই সঙ্গে হংকং ইস্যুতে বহিরাগতদের হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, এর মধ্যে দিয়ে অঞ্চলটিতে নিজেদের আধিপত্য বৃদ্ধি করতে চাচ্ছে চীন সরকার। সম্মেলনে হংকং ছাড়াও এদিন তাইওয়ান ইস্যুতেও নিজেদের অবস্থান তুলে ধরে চীন। একই সঙ্গে দেশের সেনাবাহিনীকে আধুনিক করতে নানা পরিকল্পনা নেয়া হয়েছে বলেও সম্মেলনে জানানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer