Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

হংকং সীমান্তের কাছে চীনা সেনাবাহিনীর কুচকাওয়াজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ১৬ আগস্ট ২০১৯

প্রিন্ট:

হংকং সীমান্তের কাছে চীনা সেনাবাহিনীর কুচকাওয়াজ

ঢাকা : হংকং সীমান্তের কাছে শেনঝেন নগরীর স্টেডিয়ামে বৃহস্পতিবার হাজার হাজার চীনা সৈন্যকে লাল পতাকা হাতে কুচকাওয়াজ করতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক এ কথা জানান।

এছাড়া স্টেডিয়ামের ভেতরে সাঁজোয়া যানও দেখা গেছে বলে সূত্র নিশ্চিত করেছে। হংকংয়ের ১০ সপ্তাহের বিক্ষোভ দমনে চীন হস্তক্ষেপ করতে পারে এমন উদ্বেগের মধ্যেই এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

চলতি সপ্তাহে রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, সেন্ট্রাল মিলিটারি কমিশনের আওতাধীন পিপলস আর্মড পুলিশ (পিএপি) এর সদস্যদের শেনঝেনে জড়ো করা হচ্ছে।
সরকার পরিচালিত পিপলস ডেইলি ও গ্লোবাল টাইমসের খবরে সোমবার পিএপি’র সদস্যদের শেনঝেনে জড়ো করার খবর প্রকাশ করা হয়।

দ্য গ্লোবাল টাইমসের এডিটর-ইন-চিফ হু শিজিন বলেন, শেনঝেনে সেনা উপস্থিতির মানে হংকংয়ে চীনের হস্তক্ষেপের প্রস্তুতির আভাস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer