Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

স্বাস্থ্যবিধি মেনে অফিস করার নির্দেশনা ফেসবুকের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ১১ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

স্বাস্থ্যবিধি মেনে অফিস করার নির্দেশনা ফেসবুকের

করোনা মহামারির মধ্যে ২০২১ সালে খুলতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সব অফিস। প্রতিষ্ঠানটি তাদের ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে অফিস করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে ভ্যাকসিন সহজলভ্য না হওয়া পর্যন্ত কর্মীদের কর্মস্থলে আসার বিষয়টিও শিথিল করেছে ফেসবুক কর্তৃপক্ষ।বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছে প্রতিষ্ঠানটির কর্ণধার মার্ক জাকারবার্গ।

কর্মস্থলে যোগ দিতে ভ্যাকসিন নিতে হবে কিনা কর্মীদের এমন প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেছেন, ভ্যাকসিন সহজলভ্য না হওয়া পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে। অফিসে আসতে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হবে না।

এরই মধ্যে অনেক কর্মী বাড়ি থেকে কর্মস্থলে ফিরেছেন বলেও জানান তিনি।

জাকারবার্গ আরও জানান, তিনি নিজেও অপেক্ষা করছেন ভ্যাকসিনের। অফিস খোলার পর সারা বিশ্ব থেকে করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি।

প্রসঙ্গত, ইতোমধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অধিকাংশ কর্মচারী বাড়ি থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, স্বল্পসংখ্যক কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে থেকেই চালাচ্ছেন তাদের কাজকর্ম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer