Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

স্বাস্থ্যখাতে দুর্নীতি দূর করতে স্বাস্থ্যমন্ত্রীকে দুদকের পরামর্শ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ৩১ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

স্বাস্থ্যখাতে দুর্নীতি দূর করতে স্বাস্থ্যমন্ত্রীকে দুদকের পরামর্শ

ঢাকা : স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যখাতের অনিয়ম-অব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে দুদকের একটি প্রতিনিধি দল। এতে দুর্নীতির ১১টি সম্ভাব্য খাত সনাক্তকরণের পাশাপাশি দুর্নীতি দূর করতে ২৫টি পরামর্শ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে প্রতিবেদনটি তুলে দেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক। প্রতিবেদন হস্তান্তর শেষে দুদক কমিশনার বলেন, প্রতিবেদনে উল্লেখিত সুপারিশকে গুরুত্ব দেয়া হলে এ খাতের দুর্নীতি অনেকাংশেই কমে আসবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি দূর করে স্বাস্থ্যখাতে সুশাসন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিবেদনে চিকিৎসকদের পদায়নে নীতিমালা অনুসরণ, কর্মস্থলে তাদের উপস্থিতি নিশ্চিত করা ও যন্ত্রপাতি ক্রয় কমিটিতে অভিজ্ঞ লোক রাখার ওপর জোর দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer