Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

স্বাস্থ্য ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু: ইউনিসেফ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ২৮ জুলাই ২০২০

আপডেট: ১৮:৪০, ২৮ জুলাই ২০২০

প্রিন্ট:

স্বাস্থ্য ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু: ইউনিসেফ

প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় কাঁপছে বিশ্ব। মহামারি ভাইরাসটির প্রভাবে ভুগছেন সব বয়সের মানুষ। তবে এদের মধ্যে প্রায় ৩৯ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

সতর্কতা জানিয়ে ইউনিসেফ বলছে, করোনা ভাইরাসের মহামারির কারণে দক্ষিণ এশিয়ার প্রায় ৩৯ লাখ শিশু তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ওই শিশুরা যেকোনো সময় স্বাস্থ্য জটিলতায় পড়তে পারে।

বিবিসি জানিয়েছে, শিশুদের স্বাস্থ্য বিষয়ক ইউনিসেফের এই পরিসংখ্যানটি দিয়েছে মেডিক্যাল জার্নাল ল্যানসেট। ল্যানসেটের ঐ সমীক্ষায় বলা হয়, করোনা ভাইরাস মহামারির আর্থ-সামাজিক প্রভাবের কারণে বিশ্ব জুড়ে ৬৭ লাখ শিশু তীব্র স্বাস্থ্য সমস্যার শিকার হবে। ইউনিসেফ বলছে, এর অর্ধেক শিশুই হবে দক্ষিণ এশিয়ায়।

ইউনিসেফ জানায়, চরম অপুষ্টির কারণে শিশুদের ওই সমস্যাগুলো দেখা দেবে। যার ফলে শিশুরা খুব দুর্বল হয়ে পড়বে। এতে শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ে যাবে এবং তাদের সঠিক বৃদ্ধি ও বিকাশ ঘটবে না।ইউনিসেফের মতে, কোভিড-১৯ মহামারির আগেও ২০১৯ সালে ৪ কোটি ৭০ লাখ শিশু তীব্র রুগ্নতায় ভুগছে। এদের ১৭ লাখই ছিল বাংলাদেশে। জরুরি পদক্ষেপ না নিলে চলতি বছর এমন শিশুদের সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখে পৌঁছাতে পারে। এই সমস্যা মোকাবেলায় ইউনিসেফ ২৪ কোটি ডলারের জরুরী তহবিলের আবেদন জানিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer