Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ২ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, মোবাশ্বের হোসেন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্থপতি মোবাশ্বের হোসেন নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের এক শোক বার্তায় বলা হয়েছে, মোবাশ্বের হোসেনের মৃত্যুতে দেশ একজন অসাধারণ দেশপ্রেমিক, সংগঠক এবং বলিষ্ঠ অভিভাবক হারালো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer