Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

স্থগিত থাকা ফৌজদারি মামলার তালিকা চেয়েছে হাইকোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ২৬ জুন ২০১৯

প্রিন্ট:

স্থগিত থাকা ফৌজদারি মামলার তালিকা চেয়েছে হাইকোর্ট

ঢাকা : ২০১০ সাল পর্যন্ত যেসব ফৌজদারি মামলায় উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছে তার তালিকা তৈরি করে প্রধান বিচারপতির নিকট দাখিল করতে হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেয়া হয়েছে।

আদালত বলেছে, ফৌজদারি রিভিশন মামলা ও ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারায় যেসব মামলা স্থগিত রয়েছে তিন সপ্তাহের মধ্যে তার তালিকা করতে হবে। ওইসব পুরনো মামলা প্রধান বিচারপতি যদি নিষ্পত্তির জন্য আমাদের বেঞ্চে পাঠান তাহলে নিষ্পতি করতে চাই।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।

২৮ বছর ধরে স্থগিত থাকা সগিরা মোর্শেদ হত্যা মামলার শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer