Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সৌদিতে বেকার প্রবাসীদের বাংলাদেশ কনস্যুলেটে অবস্থান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ৭ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৯:২৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯

প্রিন্ট:

সৌদিতে বেকার প্রবাসীদের বাংলাদেশ কনস্যুলেটে অবস্থান

ছবি- সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে মাসের পর মাস বেকার ও তাদের কর্মস্থল থেকে সহযোগিতা না পেয়ে দেশটির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সাহায্য চেয়েছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি।

মঙ্গলবার ও বুধবার সকালে এইসব প্রবাসীরা জেদ্দা কনস্যুলেটে ভির করেন। পাশাপাশি তারা তাদের সমস্যা সমাধানের ব্যাপারে লিখিত আবেদনও জানান। এদিকে দূর থেকে আসা অনেক প্রবাসী কনস্যুলেট ভবনের বাইরে রাস্তার পাশে রাত যাপন করেছেন।

ফেনী জেলার মনসুর জানান, কয়েক মাস ধরে তারা ইকামার মেয়াদহীন অবস্থায় বেকার সময় পার করছেন। এই অবস্থায় কয়েকবার কনস্যুলেটের সাহায্য তারা চেয়েছেন।

তিনি আরো জানান, ইতোমধ্যেই কয়েকজন প্রবাসীকে নিয়ে সমস্যা সমাধানের জন্য সৌদির লেভার কোর্টে গিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা। সমস্যায় জর্জরিত প্রবাসীদের বাসস্থান পরিদর্শন করেছেন কনস্যুলেটের কর্মকর্তারা। সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer