Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সৌদিতে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ১১ আগস্ট ২০২০

প্রিন্ট:

সৌদিতে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

সৌদি আরবে চীনা কোম্পানির সম্ভাব্য করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে। এই ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে পরিচালিত হচ্ছে।

সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

এসপিএ জানিয়েছে, বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবীর দেহে তা প্রয়োগ করা হবে। মার্চে ভ্যাকসিনটির প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল অনুষ্ঠিত হয়। এতে ১০৮ স্বেচ্ছাসেবী অংশ নেয়। পরে ১১-১৬ এপ্রিল ভ্যাকসিনটি আরো ৬০৩ স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়।

দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পর্যায়ের পরীক্ষায় ফলাফল ইতিবাচক এসেছে। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। সৌদি আরবে তৃতীয় পর্যায়ের পরীক্ষা ৫ হাজার সুস্বাস্থ্যের অধিকারী স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবে। তাদের সবার বয়স ১৮ বছরের বেশি।

সৌদি আরবের করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৭ জনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৬৯০ জন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer