Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২২ জুন ২০১৯

প্রিন্ট:

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ঢাকা :  ইরান পরিস্থিতি নিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

হোয়াইট হাউস এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্য ও দুনিয়াজুড়ে তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিতকল্পে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ট্রাম্প ও সৌদি যুবরাজের এমন সময় ফোনালাপ হল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে।

আকাশসীমা লংঘন করার অভিযোগে গত বৃহস্পতিবার মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান। এর জবাবে ট্রাম্প ইরানে সামরিক হামলার অনুমতি দেন তবে হামলা চালানো হবে এমন প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এদিকে গতকাল মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর ইরানের রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer