Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সৌদি জোটের হামলায় মৃত বেড়ে ২০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ১৯ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

সৌদি জোটের হামলায় মৃত বেড়ে ২০

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। সবাই সাধারণ নাগরিক বলে জানিয়েছে ইয়েমেন কর্তৃপক্ষ। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে আবুধাবিতে হাউথিদের ড্রোন হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পেন্টাগন।

সৌদি জোটের বিমান হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে সানার একটি আবাসিক এলাকা। অন্তত পাঁচটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় একই পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। এক সংবাদ সম্মেলনে তার মুখপাত্র জানান, বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস।

স্টিফেন দুজারিক বলেন, সেক্রেটারি জেনারেল হামলার বিষয়ে অবগত আছেন। তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। রাজধানী সানায় দীর্ঘদিন পর বিমান হামলায় এত বেসামরিক নাগরিক হতাহত হলেন। অচিরেই এমন হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সানার আরও কয়েকটি এলাকায় সৌদি জোটের বিমান হামলার খবর পাওয়া গেলেও এসব হামলায় হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে সোমবার, সংযুক্ত আরব অমিরাতে ড্রোন হামলা চালায় হাউথি বিদ্রোহীরা। এরই প্রতিশোধ হিসেবে মঙ্গলবার ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে সৌদি জোট বলে ধারণা করা হচ্ছে। আবুধাবিতে হামলার নিন্দা জানিয়েছে পেন্টাগন।

আবুধাবিতে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয়সহ তিনজন নিহত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer