Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সোহরাওয়ার্দী উদ্যান সংরক্ষণে মেগা প্রকল্প গ্রহণ: জাতীয় সংসদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সোহরাওয়ার্দী উদ্যান সংরক্ষণে মেগা প্রকল্প গ্রহণ: জাতীয় সংসদ

ঢাকা :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণসহ ঐতিহাসিক বিভিন্ন মুহূর্তকে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে মেগা পরিকল্পনা নেয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ এ তথ্য জানান।

প্রায় ২৫০-৩০০ কোটি টাকার এই প্রকল্পে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে শিশুপার্ক বানিয়ে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও পাক বাহিনীর আত্মসমর্পণের স্থানটি মুছে দিতে চেয়েছিল।

সাবেক গণপূর্তমন্ত্রী জানান, তারা সেই স্থানগুলো চিহ্নিত করেছেন এবং প্রাসঙ্গিক রেপ্লিকা দিয়ে এমনভাবে সাজানো হবে, যাতে মানুষ ইতিহাস জানতে পারে।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, বঙ্গবন্ধু যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, সেখানে একটি তার একটি ভাস্কর্য নির্মাণ করা হবে এবং শিশুপার্কটিও থাকবে।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, শিশুরা এখানে আসবে এবং এসব ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer