Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সোমবার ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

সোমবার ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি সোমবার ঢাকায় আসছেন। ২০ বছরের মধ্যে নেপালের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম দ্বিপাক্ষিক সফর।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও তাদের মধ্যে বাণিজ্যসহ অন্যান্য সহযোগিতা আসিয়ান বা ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক কম। এই প্রেক্ষাপটে গাওয়ালির এ সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার বিদ্যমান আঞ্চলিক সম্পর্ক আরও জোরদারের আশা করছেন তারা।

আগামী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন গাওয়ালি। এ বৈঠকে বাণিজ্য, বিদ্যুৎ, কানেক্টিভিটি, বিনিয়োগসহ অন্যান্য সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

এ বিষয়ে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস বাংলা ট্রিবিউনকে বলেন, গত নভেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল সফরে যান, যা ছিল বাংলাদেশের কোনও রাষ্ট্রপতির প্রথম কাঠমান্ডু সফর।

তিনি বলেন, ‘ওই সফরের সাফল্যকে এগিয়ে নেওয়ার জন্য আরও দ্বিপাক্ষিক রাজনৈতিক সফর দরকার এবং এর ধারাবাহিকতায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।’

এর আগে বিভিন্ন সময়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন। তবে সেসবের কারণ ছিল আঞ্চলিক বা বহুপাক্ষিক কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ বলে তিনি জানান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer